মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পরও যদি দেশটির অন্তর্বর্তী সরকারের সদস্যরা তার পরিকল্পনার সঙ্গে সহযোগিতা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর দ্বিতীয় দফা সামরিক অভিযান চালাতে পারে। রবিবার ৪ জানুয়ারি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুমকি দেন তিনি। ট্রাম্পের মন্তব্য লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আবারও সামরিক হস্তক্ষেপের শঙ্কা উসকে দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি প্রকাশ করেছে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবাহ কমাতে ব্যর্থ হলে কলম্বিয়া ও মেক্সিকোও সামরিক চাপের মুখে পড়তে পারে। তিনি বলেন, ‘অপারেশন কলম্বিয়া’—শুনতে তার কাছে বেশ ভালো লাগছে। পাশাপাশি ট্রাম্প উল্লেখ করেন, ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবা যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপ ছাড়াই ভেঙে পড়তে প্রস্তুত মনে হচ্ছে।
ভেনেজুয়েলায় মাদুরোর ঘনিষ্ঠ শীর্ষ কর্মকর্তারা এখনও রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা বিষয়কে ‘অপহরণ’ বলে উল্লেখ করেছেন।
ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল পিএসইউভি প্রকাশিত এক অডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো বলেছেন, “এখানে বিপ্লবী শক্তির ঐক্য প্রশ্নাতীত। একমাত্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস। শত্রুর উসকানিতে কেউ বিভ্রান্ত হবেন না।”
সুপ্রিম কোর্টের নির্দেশে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী নেতৃত্ব গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মাদুরোই দেশের বৈধ প্রেসিডেন্ট। তবে ট্রাম্প যে দাবি করেছেন, ডেলসি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত, তা তিনি প্রকাশ্যে অস্বীকার করেছেন।
