মারা গেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ; নতুন রাজা চার্লস

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ আর নেই। গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় বিকালে বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়ছিল ৯৬ বছর। তার মৃত্যুর মধ্যদিয়ে ছেলে যুবরাজ চার্লস স্বয়ংক্রিয়ভাবে ব্রিটেনের নতুন রাজা হলেন। তিনিই হবেন ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ১৪টি দেশ ও অঞ্চলের রাষ্ট্রপ্রধান।

মৃত্যুর সময় রানির পাশে ছিলেন প্রিন্স চার্লসসহ তার সব সন্তান ও রাজপরিবারের বেশিরভাগ সদস্য। ফলে তিনি এখন আর প্রিন্স চার্লস নন, তিনি এখন রাজা তৃতীয় চার্লস। মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন নতুন রাজা। ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকার রেকর্ড সৃষ্টি করেছেন রানি এলিজাবেথ।

নিজের এবং পরিবারের সব সদস্যের জন্য এই মুহূর্তকে রাজহা চার্লস সবচেয়ে বেদনার বলে বর্ণনা করেছেন। গভীর শোক জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তিনি ডাউনিং স্ট্রিটের সামনে দেয়া বিবৃতিতে বলেছেন, “আমরা সবাই বিধ্বস্ত হয়ে গেছি। রানির মৃত্যু দেশ এবং পুরো বিশ্বের জন্য হতাশার।”

ব্রিটিশ রানির মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এর মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দার ডি ক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ অনেকে।  

বেশকিছু দিন ধরে রানি এলিজাবেথ অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত কারণেই মূলত তিনি খুব একটা হাঁটাচলা করতে পারতেন না।

রানির শাসনামলের শেষ বছরটিতে রাজপরিবার ঘিরে নানা কেলেংকারি প্রকাশ পায়। ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস সম্প্রতি জানিয়েছে, সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ চার্লস সৌদি আরবের নিহত সন্ত্রাসী ওসামা বিন লাদেনের পরিবার থেকে অনুদান হিসেবে ১০ লাখ পাউন্ড গ্রহণ করেছিলেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news