খারকিভ থেকে সেনা প্রত্যাহারের ব্যাখ্যা দিল রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের খারকিভ অঞ্চলের কয়েকটি স্থান থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেন যখন ওই অঞ্চলে হামলা জোরদার করেছে তখন রাশিয়ার পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হয়।

গতকাল (শনিবার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের জন্য খারকিভের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করে দোনেশের দিকে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় দাবি করেছে, গত তিনদিন ধরে দোনেস্ক প্রজাতন্ত্রের ওই দুটি এলাকায় এসব সেনা মোতায়েন করা হয়েছে।

সেনাদের ক্ষতি ঠেকাতে সামরিক বাহিনী খারকিভে ইউক্রেনের সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা জোরদার করে। এতে গত তিনদিনে ১০০ ট্যাংক ও সাঁজোয়াযান ধ্বংস হয়েছে; এর পাশাপাশি ইউক্রেন ও বিদেশি ভাড়াটে ২,০০০ সেনা নিহত হয়েছে।

গত বৃহস্পতিবার ইউক্রেন খারকিভ অঞ্চলে বিশাল সামরিক অভিযান শুরু করে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news