পাল্টা হামলা অব্যাহত রাখতে আরো অস্ত্র দিচ্ছে আমেরিকা’

রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনারা সম্প্রতি যে জোরালো পাল্টা হামলা চালিয়েছে তার গতি ঠিক রাখতে আরো অস্ত্র দেয়ার পরিকল্পনা করেছে আমেরিকা।

গতকাল (মঙ্গলবার) মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের জানান, “আগামী কয়েকদিনের মধ্যে আপনারা আরো অস্ত্রের চালান দেখতে পাবেন।”

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর আমেরিকা ইউক্রেনেকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করার আশ্বাস দিয়েছিল, তারই অংশ হিসেবে সমস্ত অস্ত্র পাঠানো হচ্ছে।

ইউক্রেনের পাল্টা হামলার ব্যাপারে তিনি আশাবাদী কথাবার্তা বললেও সাংবাদিকদের সতর্ক করে বলেন, "রাশিয়ার সামরিক সক্ষমতা সম্পর্কে সজাগ দৃষ্টি রাখুন; তারা এখনো বড় রকমের ক্ষতি করে দেয়ার ক্ষমতা রাখে।"

রাশিয়ার সামরিক অভিযান শুরু পর থেকে এ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে ১,৩০০ কোটি ডলারের অস্ত্র এবং সামরিক সহায়তা দিয়েছে। এরপর সময় সময়ে শক্তিশালী অস্ত্র এবং তা সরবরাহের পরিমাণ বাড়ানো হয়েছে। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বারবার কৃতজ্ঞতা প্রকাশ করে বলছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের ক্ষেত্রে আমেরিকার দেয়া এসব অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
 খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

news