ভূমিকম্পে খেলনা গাড়ির মতো দুলছে ট্রেন, তাইওয়ানে জারি সুনামি সতর্কতা! 

রবিবার ভয়ঙ্কর ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠলো তাইওয়ান (Taiwan)। দ্বীপটির দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে রবিবার দুপুর ২.৪৫ নাগাদ ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৯। কম্পনের অভিঘাতে খেলনা (toy) গাড়ির মতো কেঁপে উঠতে দেখা গেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনকে (train)। সেই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, তাইতুং শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৭.২ বলে জানানো হলেও পরে জানানো হয়, রিকটার স্কেলে কোম্পানির মাত্রা ৬.৯। ইতিমধ্যেই দ্বীপরাষ্ট্রটিতে সুনামি সর্তকতা জারি করেছে সরকার। ভূমিকম্পের জেরে ইউলি গ্রামে একাধিক বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন। কম্পন শুরু হতেই খেলনা গাড়ির মত এদিক ওদিক প্রবলভাবে দুলতে দেখা যায় ট্রেনটিকে। ট্রেনের মতো বিশালাকার এবং ভারী যান এভাবে কেঁপে ওঠার ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

কম্পন শুরু হয়েছিল শনিবারই। সেদিন রিখটার স্কেলে ৬.৬ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছিল। কিন্তু রবিবারের কম্পনের অনুভূতি ছিল আরও তীব্র। জাপানের মিটেরোলজিক্যাল এজেন্সি ইতিমধ্যে দ্বীপটির উপকূলবর্তী অঞ্চলে গুলিতে সুনামি সর্তকতা জারি করেছে। সুনামির ঢেউয়ের উচ্চতা ১ মিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।
দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় প্রায়শই ভূমিকম্পের অভিঘাতে কেঁপে ওঠে তাইওয়ান। ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে ৭.৬ মাত্রার ভূমিকম্পে দ্বীপটিতে প্রাণ হারিয়েছিলেন ২ হাজার ৪০০ জন মানুষ।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news