শয়তানি শক্তির মোকাবেলায় দৃঢ়তা বিজয় এনে দেয়: ইরানের সর্বোচ্চ নেতার বার্তা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (বৃহস্পতিবার) ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে একটি বার্তা দিয়েছেন।

তিনি এতে বলেছেন, পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ হচ্ছে প্রিয় শহীদদের নাম ও স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন ও শ্রদ্ধাজ্ঞাপন এবং তাদের বার্তা শোনার সবচেয়ে ভালো ও উপযুক্ত সময়।

তিনি আরও বলেছেন, শহীদদের বার্তা মানেই প্রস্তুতি গ্রহণকারী হৃদয় ও শ্রোতার জন্য সুখবর। এই সম্মানিত বার্তা আমাদেরকে এ কথাই স্মরণ করিয়ে দেয় যে, শক্তিমান ও জালিম শয়তানদের মোকাবেলায় প্রতিরোধ ও দৃঢ়তা অবশেষে বিজয় এনে দেয় এবং ভীতি ও কষ্টের অবসান ঘটায়।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শহীদদের বার্তা প্রসঙ্গে আরও বলেন, এই বার্তা জীবন সঞ্জীবনী, শক্তিবর্ধক, আশা সৃষ্টিকারী। এটা বর্তমানসহ সব সময়ের জন্য মহান ইরানি জাতি এবং বিশ্বের সব মুক্তিকামী মানুষের জন্য প্রয়োজন।

১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ আট বছরের প্রতিরোধ যুদ্ধকে ইরানে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ নামে অভিহিত করা হয়। এই যুদ্ধ শুরুর বার্ষিকী উপলক্ষে প্রতি বছর জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উদযাপিত হয়। আজ ছিল প্রতিরক্ষা সপ্তাহ'র প্রথম দিন।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news