সিরিয়ার হাসাকা প্রদেশের গ্রামে তুর্কি বাহিনীর গোলাবর্ষণ, কয়েকজন হতাহত

তুরস্কের সামরিক বাহিনী এবং তাদের মিত্র গেরিলারা সিরিয়ার পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের কয়েকটি গ্রামের ওপর গোলাবর্ষণ করেছেন। এতে কয়েকজন সিরিয় নাগরিক হতাহত হয়েছেন।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) দখলদার তুর্কি বাহিনী হাসাকা প্রদেশের আবু রাসিন গ্রামে গোলাবর্ষণ করেন। এতে দুটি শিশু নিহত এবং ছয় ব্যক্তি আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া, তুরস্কের সামরিক বাহিনী দাদা আবদাল, আল-নিউহাত, উম্মুল হারমালা এবং আবু রাসিন এলাকায় গোলা বর্ষণ করে। এসব এলাকার গোলাবর্ষণে কোনো হতাহতের ঘটনার না ঘটলেও সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।

২০১৬ সাল থেকে তুরস্ক সিরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় মাঝেমধ্যেই সামরিক অভিযান চালিয়ে আসছে। তুরস্ক দাবি করছে, তারা কুর্দি গেরিলা পিপলস প্রটেকশন ইউনিটের বিরুদ্ধে অভিযান চালায়। এই গ্রুপের সাথে তুরস্কের পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। তবে সিরিয়া সরকার বলছে, তুরস্কের সামরিক অভিযান অবৈধ। একটি স্বাধীন সার্বভৌম দেশের ভেতরের তারা কখনো এভাবে অভিযান চালাতে পারে না।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news