মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রপ্তানি ৪০% বৃদ্ধি পেয়েছে: প্রেসিডেন্ট রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিগত এক বছরে রপ্তানি আয় শতকরা ৪০ ভাগ বেড়েছে। এর মধ্যে তেল বহির্ভূত পণ্যের রপ্তানি বেড়েছে শতকরা ১৩ ভাগ। তিনি আরো বলেছেন, ইরানি জাতি যেমন ইরাকের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধে জয়লাভ করেছে তেমনি চলমান নিষেধাজ্ঞার যুদ্ধেও নিশ্চিত বিজয়ী হবে।

রায়িসি শনিবার ইরানের জাতীয় রপ্তানি দিবস উপলক্ষে শিল্প মালিক ও রপ্তানিকারকেদর এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, নিষেধাজ্ঞার যুদ্ধে সম্মুখসারির যোদ্ধা হচ্ছেন উৎপাদক ও রপ্তানিকারকরা। তাদেরকে যুদ্ধজয়ের আপ্রাণ চেষ্টা করতে হবে। সরকারের পক্ষ থেকে উৎপাদনকারী ও রপ্তানিকারকদের সর্বোচ্চ সহায়তা দেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, পণ্য রপ্তানির সামনে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো অপসারণের জন্য যেসব কমিটি করে দেয়া হয়েছে তাদেরকে সার্বক্ষণিকভাবে রপ্তানিকারকদের অভিযোগ শুনতে হবে এবং তাদের পরামর্শকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করে যেতে হবে।

রায়িসি বলেন, ইরানকে একটি রপ্তানিকারক দেশ থেকে শুধুমাত্র ভোক্তা দেশে পরিণত করার সুদূরপ্রসারি লক্ষ্য নিয়ে এদেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বিগত বছরে রপ্তানি ৪০% বৃদ্ধি পেয়েছে। তিনি আইটি খাতের প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news