কাল ইরানে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব আধিপত্যবাদ বিরোধী জাতীয় দিবস

আগামীকাল (৪ নভেম্বর) ইরানে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব আধিপত্যবাদ বিরোধী জাতীয় দিবস।

মহান এই দিবস উপলক্ষে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি এক বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে আধিপত্যবাদ বিরোধী জাতীয় দিবসকে ইরানী জাতির দৃঢ় অবস্থান, শক্তিশালী প্রতিরোধ এবং বলদর্পিতার বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। অপরদিকে এই দিবসকে মানবতা বিরোধী আমেরিকার সন্ত্রাসীদের জন্য অসম্মান ও হতাশার চরম প্রতীক হিসাবেও তুলে ধরা হয়েছে।

৪৩ বছর আগের এই দিনে ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসলামি বিপ্লবের বিরুদ্ধে আমেরিকা অসংখ্য ষড়যন্ত্রের প্রতিবাদ জানায়। তারা তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাস নামের 'গোয়েন্দা আখড়া'য় হামলা চালায়। আমেরিকার গোয়েন্দাবৃত্তির ওই আখড়া ধ্বংসের বার্ষিকীতে কাল (শুক্রবার,৪ নভেম্বর) সমগ্র ইরানজুড়ে আপামর জনতার স্বতস্ফূর্ত মিছিল অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে জাাননো হয়েছে।

এই দিনটি একইসঙ্গে ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি'র তুরস্কে নির্বাসনের বার্ষিকী। পাহলাভি সরকারের পেটুয়া বাহিনীর মাধ্যমে ছাত্র-হত্যার বার্ষিকীও। বিবৃতিতে ইসলামী সরকার ব্যবস্থা এবং ইরানী জাতির বিরুদ্ধে হোয়াইট হাউসের দীর্ঘ শত্রুতা এবং নিয়মিত পরাজয়ের কথাও উল্লেখ করা হয়।

সম্প্রতি আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্রে ইরানে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে ওই নৈরাজ্যের বিরুদ্ধেও আগামিকালের মিছিলে প্রতিবাদ জানানো হবে।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news