পশ্চিমারা রাশিয়ার ওপর সীমাহীন হামলা চালাচ্ছে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা জোট বদ্ধভাবে রাশিয়ার ওপরে কোনো সীমাপরিসীমা ছাড়াই হামলা চালাচ্ছে। আর এ কারণেই রাশিয়ার পক্ষ থেকে স্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

উজবেকিস্তানের সমরকন্দে একটি আঞ্চলিক সম্মেলন থেকে দেশে ফেরার পথে সাংবাদিকদের কাছে এ কথা বলেন এরদোগান। তিনি বলেন, রাশিয়া কোনো সাধারণ দেশ নয়, সামরিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী দেশ। পুরো পশ্চিমা জগতের বিরুদ্ধে রাশিয়া যে প্রতিরোধ গড়ে তুলেছে তিনি তার প্রশংসা করেন।

এরদোগান বলেন, "পশ্চিমারা বিশেষ করে আমেরিকা কোনো রকমের সীমা ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করছে। রাশিয়াও এই হামলার বিরুদ্ধে দারুণভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।"

তুর্কি প্রেসিডেন্ট বলেন, "রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে সংঘর্ষ চলছে তাতে তিনি মধ্যস্থতা করার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। এ সময় তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার খাদ্য রপ্তানি চুক্তি ভেঙে যাওয়া এবং পরবর্তীতে আবার তা চালু করার বিষয়ে তুরস্কের ভূমিকার কথা উল্লেখ করেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে কৃষ্ণ সাগরের একটি ‘শান্তি করিডোর’ স্থাপন করা যায় এবং এ ব্যাপারে আঙ্কারা চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংলাপ থেকে শান্তির ব্যবস্থা করাই হবে এর উদ্দেশ্য।

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে তুরস্ক দৃশ্যত নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news