জাতিসংঘে ইউক্রেন সংক্রান্ত প্রস্তাবের বিপক্ষে কেন ভোট দিল ইরান

জাতিসংঘের সাধারণ পরিষদে ‘ইউক্রেনের ওপর আগ্রাসনের ক্ষতিপূরণ ও প্রতিকার’ শীর্ষক একটি প্রস্তাব পাস হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় সময় সোমবার সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে এবং ১৪টি দেশ বিপক্ষে ভোট দেয়। ইরান প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে ভোট দানে বিরত ছিল ৭৩টি দেশ যাদের অন্যতম ছিল বাংলাদেশ।

ইউক্রেনের উত্থাপিত প্রস্তাবে সামরিক আগ্রাসন চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রাশিয়াকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া যুদ্ধের কারণে ইউক্রেনে প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও আহতদের জন্য রাশিয়াকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করার কথাও বলা হয়েছে।

ভোটদানে বিরত দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা রয়েছে। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়া দেশগুলোর মধ্যে রয়েছে চীন, বেলারুশ, কিউবা, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া ও সিরিয়া।

প্রস্তাবটির বিপক্ষে রায় দেয়ার কারণ ব্যাখ্যা করে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি বলেছেন, ইউক্রেন সংঘাতে জাতিসংঘকে তার নিরপেক্ষ ভূমিকা বজায় রাখতে হবে এবং জাতিসংঘ ঘোষণা মেনে চলতে হবে।

তিনি বলেন, প্রস্তাবটিতে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যা জাতিসংঘ সাধারণ পরিষদের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে না বরং এটি মুষ্টিমেয় কিছু দেশকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার সুযোগ করে দেবে।

তিনি বিশ্বব্যাপী সামরিক আগ্রাসন, লুটপাট, দখলদারিত্ব, বর্ণবাদ ও নিষেধাজ্ঞা আরোপের অসংখ্য উদাহরণ টেনে বলেন, যদি কোনো ম্যাকানিজম তৈরি করতেই হয় তাহলে এমন একটি সার্বজনীন ম্যাকানিজম তৈরি করতে হবে যা দিয়ে সাম্প্রতিক সময়ের সকল আগ্রাসনের ক্ষতিপূরণ ও প্রতিকারের ব্যবস্থা করা যায়।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news