জার্মান চ্যান্সেলরের অযাচিত বক্তব্যের প্রতিবাদে রাষ্ট্রদূত তলব
ইরানের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যের বিষয়ে জার্মান চ্যান্সেলরের ‘অযাচিত ও হস্তক্ষেপকামী’ মন্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করা হয়েছে। মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক গতকাল (সোমবার) রাষ্ট্রদূত হ্যান্স-উদো মুজেলকে ডেকে নিয়ে তার সঙ্গে কথা বলেন।
এ সময় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের অযাচিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়।শোলজ গত শনিবার এক বক্তব্য দাবি করেন, ইরান সরকার দেশটির ‘বিক্ষোভকারীদের নির্দয়ভাবে দমন’ করছে। তিনি ইরানের কথিত বিক্ষোভকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ওই সহিংসতার জন্য তেহরান সরকারকে দায়ী করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক জার্মান রাষ্ট্রদূতকে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে জার্মান সরকার ‘ধ্বংসাত্মক অবস্থান’ গ্রহণ করেছে। এ ধরনের ‘অগঠনমূলক’ বক্তব্য অব্যাহত থাকলে যদি দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হয় সেজন্য জার্মান সরকার দায়ী থাকবে বলেও ইরানি কর্মকর্তা জার্মান রাষ্ট্রদূতকে জানিয়ে দেন।
তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য দেশের ভেতরে ও বাইরে থেকে কারা উস্কানি ও মদত দিয়ে যাচ্ছে তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তেহরান।
বৈঠকে জার্মান রাষ্ট্রদূত ইরানের কঠোর প্রতিবাদের কথা বার্লিনকে জানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি জার্মান চ্যান্সেলরের বক্তব্যকে ‘হস্তক্ষেপকামী, উস্কানিমূলক ও কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থি’ বলে বর্ণনা করেন।
ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল।অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে