জেলেনস্কির কারণে ইউক্রেনের জনগণ দুর্ভোগে পড়েছে: জাপানের সাবেক প্রধানমন্ত্রী

জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং ঝানু রাজনীতিবিদ ইয়োশিরো মোরি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছেন। একইসঙ্গে ইয়োশিরো মোরি বলেন, জাপানের গণমাধ্যম রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপারে খবর প্রকাশে পক্ষপাতিত্ব করছে।

তিনি বলেন, "আমি একদমই বুঝতে পারছি না কেন শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্টকে সমালোচনা করা হচ্ছে যেখানে প্রেসিডেন্ট জেলেনস্কি একেবারেই ধরাছোঁয়ার বাইরে থাকছেন। এটি একটি বড় সমস্যা। বাস্তবতা হচ্ছে- ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের জনগণকে ভোগান্তির মধ্যে ফেলেছেন।”

গত শুক্রবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী রাজধানীর টোকিওর এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন। জাপানের কিওদো নিউজ এজেন্সি এ খবর তুলে ধরেছে।

তিনি বলেন, “জাপানের গণমাধ্যম একদিকে পক্ষপাতিত্ব করছে। এগুলো পশ্চিমা সংবাদ মাধ্যমের প্রভাব। আমি একথা না বলে পারছি না যে, তারা শুধু আমেরিকা এবং ইউরোপের রিপোর্টের ওপর ভিত্তি করছে।

”ইয়োশিরো মোরি জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার অবস্থানের সমালোচনা করে বলেন, তার এই অবস্থান একপাক্ষিক এবং আমেরিকার ব্যাপারে আগ্রহটাই বেশি।

ইয়োশিরো মোরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া যদি খুব বাজে অবস্থায় পড়ে তাহলে পরমাণু অস্ত্রের ব্যবহার করতে পারে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার হাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ডকট্রিন রয়েছে যাতে বলা হয়েছে- “রাষ্ট্রের অস্তিত্ব যদি ঝুঁকি মুখে পড়ে তাহলে পরমাণু ব্যবহার করা যাবে।

”রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে জাপান মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে
।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news