সিরিয়ায় তুর্কি হামলায় ৯ বেসামরিক ব্যক্তি ও বহু সরকারি সেনা নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি বিমান হামলায় অন্তত নয় জন বেসামরিক ব্যক্তি ও কয়েক জন সেনা নিহত হয়েছেন।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আল-হাসাকা প্রদেশের সীমান্ত শহর আল-মালিকা এবং আলেপ্পো প্রদেশে তুর্কি হামলায় বহু সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাও এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুরস্কের হামলায় অন্তত ছয় জন কুর্দি গেরিলা ও ছয় জন সিরিয় সেনা নিহত হয়েছেন।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তুরস্কের আত্মরক্ষার অধিকার আছে এবং এই অনুচ্ছেদ অনুসারে উত্তর ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালানো হয়েছে। এসব এলাকায় তৎপর কুর্দি সন্ত্রাসীরা তুরস্কের ওপর হামলা চালিয়ে আসছিল। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, দেশটির সামরিক বাহিনী নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিপেকে এবং সিরিয়ার কুর্দি ওয়াইপিজি গেরিলাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে। সিরিয়ার ওয়াইপিজি গেরিলাদেরকে তুরস্ক পিকেকে'র শাখা বলে মনে করে।

কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, তুরস্কের হামলায় কুর্দি গেরিলারা ছাড়াও বহু বেসামরিক ব্যক্তি এবং সিরিয়ার বহু সরকারি সেনা নিহত হয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news