ইরানের সড়ক ও শহর উন্নয়ন মন্ত্রীর পদত্যাগে প্রেসিডেন্টের সম্মতি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সড়ক ও শহর উন্নয়ন মন্ত্রী রুস্তাম কাসেমির পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
শাহরিয়ার অফান্দিজাদে-কে অস্থায়ী ভাবে এই মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
রুস্তাম কাসেমি দীর্ঘ দিন ধরে অসুস্থ। তবে সম্প্রতি তার অসুস্থতা বেড়ে গেছে। এ কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট রায়িসি দক্ষতার সঙ্গে এই মন্ত্রণালয় পরিচালনার জন্য রুস্তাম কাসেমিকে ধন্যবাদ জানিয়েছেন।
আগামী ২৭ নভেম্বর সংসদে এই মন্ত্রণালয়ের জন্য নতুন মন্ত্রীর নাম প্রস্তাব করবেন প্রেসিডেন্ট। ইরানে মন্ত্রী হওয়ার জন্য সংসদ সদস্যদের ভোটে জয়লাভ করতে হয়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে