শতকরা ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করল তেহরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'তে একটি প্রস্তাব পাস করার প্রতিবাদে তেহরান শতকরা ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে।
স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক নামে একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি দিয়ে ইউরেনিয়াম ৬০ ভাগ সমৃদ্ধকরণের বিষয়টি জানানো হয়েছে।
ইরানের ওপর চাপ সৃষ্টি করার জন্য আমেরিকা এবং ইউরোপের তিন দেশ সম্প্রতি ইরান-বিরোধী একটি প্রস্তাব পাস করেছে।
সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, ইউরেনিয়াম শতকরা ষাট ভাগ সমৃদ্ধকরণের বিষয়টি ইরানের পক্ষ থেকে আইএই’র জন্য শক্তিশালী বার্তা।
আইএইএ'র বোর্ড অব গভর্নর্সে পাস হওয়া প্রস্তাবের জবাবে ইরান অন্য পদক্ষেপ হিসেবে নাতাঞ্জ ও ফোর্দো পরমাণু স্থাপনায় দুটি আইআর-২এম এবং আইআর-৪ সেন্ট্রিফিউজ বসিয়েছে। তেহরানের এই পদক্ষেপের অর্থ হচ্ছে যে ইরান বাস্তবিক অর্থে যেকোনভাবেই হোক উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া শুরু করেছে যা আগামী কয়েকদিনের মধ্যে শেষ হবে। এছাড়া, ইরান নাতাঞ্জ ও ফোরদো পরমাণু স্থাপনার দুটি খালি হলে নতুন সেন্টিফিউজ বসিয়েছে। ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করা হয়েছে গুলো হচ্ছে তার বিরুদ্ধে চূড়ান্ত জবাব।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে