আর্মেনিয়ার সঙ্গে শান্তি আলোচনা বাতিল করল আযারবাইজান

আযারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয়ার সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছেন। আসন্ন শান্তি আলোচনায় আর্মেনিয়ার পক্ষ থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে মধ্যস্থতায় রাখার জন্য পীড়িপীড়ি করার পর আজারবাইজান আলোচনা থেকে সরে দাঁড়ালো।

গতকাল (শুক্রবার) রাজধানী বাকুতে এক সংবাদ সম্মেলনে আলিয়েভ বলেন, আগামী ৭ ডিসেম্বর আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশনিয়ানের সঙ্গে তার বৈঠকের কথা ছিল কিন্তু তিনি এই বৈঠকে যোগ দেবেন না। এজন্য তিনি আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে দায়ী করেন। আলিয়েভ বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টকে মধ্যস্থতাকারী হিসেবে আলোচনায় রাখার জন্য আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পীড়াপীড়ি করছেন। এজন্য তিনি এই বৈঠকে যোগ দেবেন না।

আযারবাইজান আগেই আর্মেনিয়াকে সমর্থন করার জন্য ফ্রান্সকে অভিযুক্ত করেছে।  ইলহাম আলিয়েভ বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট আযারবাইজান-বিরোধী অবস্থান নিয়েছেন এবং তিনি বাকুকে অসম্মান করে কথা বলেছেন। এ পরিস্থিতিতে এটি স্পষ্ট যে, আযারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার শান্তি প্রক্রিয়ায় ফ্রান্স অংশ নিতে পারে না।

আযারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে কয়েক দশক ধরে দ্বন্দ্ব সংঘাত চলছে। এ নিয়ে দেশ দুটির মধ্যে বেশ কয়েকবার সামরিক সংঘাত হয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news