জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইরান-বিরোধী প্রস্তাবের নিন্দা জানালো তেহরান

জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করা হয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে তেহরান।

ইরান বলেছে, বহুমুখী রাজনৈতিক লক্ষ্য নিয়ে এই প্রস্তাব পাস করা হয়েছে।
গতকাল শেষ বেলায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ওই প্রস্তাবের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অল্প কয়েকটি পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে ব্যবহার করে এই প্রস্তাব চাপিয়ে দিয়েছে।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি অত্যন্ত দুঃখজনক যে, অল্প কিছু দেশ তাদের তাৎক্ষণিক স্বার্থ উদ্ধারের জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদকে অপব্যবহার করছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই বৈঠককে ইরান ঐতিহাসিক ভুল বলেও মন্তব্য করেছে।
জার্মানি ও আইসল্যান্ড সরকারের অনুরোধে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানে সম্প্রতি বিদেশি মদদপুষ্ট যে সহিংসতা চলছে তাতে ইরান মানবাধিকার লঙ্ঘন করছে বলে জার্মানিসহ কয়েকটি পশ্চিমা দেশ অভিযোগ তুলেছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news