নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বিগ্ন ইসরাইল: নেতানিয়াহুর মন্ত্রিসভার ব্যাপারে হতাশা

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ শাবাকে'র সাবেক প্রধান অধিকৃত ভূখণ্ডে নিরাপত্তাহীনতার ভয়াবহতা সম্পর্কে হুশিয়ারি উচ্চারণ করেছেন।

সর্বশেষ জরিপের ফলাফল অনুযায়ী ইহুদিবাদীরা নেতানিয়াহুর কাছে পরিস্থিতির উন্নতির ব্যাপারে কোনো আশা করে না। বার্তা সংস্থা মেহর ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সাবেক শাবাক প্রধান অমি ইয়ালুন বলেছেন: ১৯৪৮ সালের অধিকৃত ভূখণ্ড পশ্চিমতীর বিশেষ করে কুদসের পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে। উত্তেজনা বৃদ্ধির ঘটনায় সংঘর্ষের আশংকা রয়েছে বলেও তিনি ভবিষ্যদ্বাণী করেন।

অধিকৃত কুদসে কয়েকদিন আগের অভিযান সম্পর্কে তিনি বলেন, আমরা কঠোর পরিস্থিতির মধ্যে রয়েছি। পরিস্থিতি ভয়াবহ সংঘর্ষের দিকে যাচ্ছে বলে মনে করেন ইয়ালুন। তবে ওই পরিস্থিতিকে ইন্তেফাদা বলা যাবে কিনা এখনও তিনি নিশ্চিত নন বলে জানান। তবে ইন্তিফাদার আগুন জ্বলে উঠলে ফিলিস্তিনিদের ব্যক্তিগত ও গোষ্ঠীগত অভিযান বন্ধ করা সম্ভব হবে না। ওই সংঘাতে বহু মানুষ হতাহত বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে গতরাতে প্রকাশিত একটি মতামত জরিপে দেখা গেছে ফিলিস্তিনি প্রতিরোধ অভিযান মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে পারবে বলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন নয়া কেবিনেটের ওপর কারও আস্থা নেই। অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতমার বিনগুয়েরের প্রতিও শতকরা ৪৬ ভাগ ইহুদিবাদী আস্থা রাখে না।

ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট সম্প্রতি তাদের পার্লামেন্ট নেসেটের উগ্র ডান জোটের নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দিয়েছেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news