কাতারে ইরানের রপ্তানি ৩০% বেড়েছে: বাণিজ্য মন্ত্রণালয়

গত অক্টোবর মাসে কাতারে ইরানের পণ্য রপ্তানি ২০২১ সালের অক্টোবরের তুলনায় শতকরা ৩০ ভাগ বেড়েছে বলে খবর দিয়েছে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ কলিবফ এ খবর জানিয়ে বলেছেন, অক্টোবর পর্যন্ত এর আগের সাত মাসে কাতারে বিশেষ কিছু পণ্যের রপ্তানি দ্বিগুণ বেড়েছে।

যেসব পণ্যের রপ্তানি দ্বিগুণ বেড়েছে সেসবের মধ্যে রয়েছে স্টিলজাত পণ্যসামগ্রী, গ্লাস ও চিংড়ি। তিনি বলেন, কাতারের সম্ভাবনাময় রপ্তানি  বাজারে ইরান নিজের স্থায়ী উপস্থিতি ধরে রাখতে বদ্ধপরিকর।

বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কাতারে রপ্তানি বাড়াতে ইরানি ব্যবসায়ীদের উৎসাহ দিতে সরকার রপ্তানিকারকদের শুল্কে ছাড় দেয়াসহ নানা ধরনের প্রণোদনা দেয়ার উদ্যোগ নিয়েছে।

কলিবফ বলেন, দোহার সঙ্গে তেহরানের স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে আগামী চার বছরে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন ৩০০ কোটি ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। কিছুদিন আগেও এই লেনদেনের পরিমাণ ছিল মাত্র ২০ কোটি ডলার। এছাড়া, সম্প্রতি দোহায় অনুষ্ঠিত এক বাণিজ্য মেলায় দু’দেশ এই সমঝোতায় উপনীত হয়েছে যে, অচিরেই ইরান প্রতি মাসে কাতারে ২৫০ মেট্রিক টন খাদ্যপণ্য রপ্তানি করবে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news