মাদক নিতেন প্রধান সন্ন্যাসী সহ বাকিরাও! সাধু খুঁজতে মঠ উজাড়


 তাঁরা যাবতীয় জাগতিক জিনিস থেকে মোহমুক্ত হয়ে যান। সেই কারণেই সন্ন্যাসী বলা হয় তাঁদের। কিন্তু দেখা গেল, সেই সাধুরাই নেশাগ্রস্ত! সম্প্রতি থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরে (Thailand temple) এমনটাই ঘটেছে। মাদক পরীক্ষায় (drug test) সেখানকার কোনও সাধুই (monks) উত্তীর্ণ হতে পারেননি। ফলে তাঁদের সন্ন্যাসী পদ কেড়ে নেওয়া হল।
থাইল্যান্ডের বাং সাম ফান জেলার ফেটচাব্যুন প্রদেশের একটি বৌদ্ধ মন্দিরে ঘটেছে এই অভাবনীয় ঘটনা। সোমবার ওই মন্দিরের সাধুদের মাদক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তাতে দেখা যায়, মন্দিরের প্রধান সন্ন্যাসী সহ আরও ৪ জন সাধু পরীক্ষায় ডাহা ফেল করেছেন। তাঁরা প্রত্যেকেই মেটামফেটামিন বা ক্রিস্ট্যাল মেথ নামক একপ্রকার রাসায়নিক মাদকে আসক্ত ছিলেন বলে জানা গেছে।
এর পরেই তাঁদের একটি নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়। শুধুই তাই নয়, মাদকাসক্ত ওই ৫ জনের সাধু হিসেবে পরিচয় দেওয়ার অধিকারও হরণ করা হয়েছে বলে সূত্রের খবর। আপাতত ওই মন্দিরে একজনও ‘সাধু’ নেই। 
মন্দিরটি সাধুহীন হয়ে যাওয়ার ঘটনায় আশঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে পুণ্যের কাজ হিসেবে সাধুদের খাবার খাওয়ানোর রীতি রয়েছে। কিন্তু মন্দিরে কোনও সাধুই না থাকলে তাঁরা কীভাবে সেই পুণ্য অর্জন করবেন, তা ভেবেই চিন্তায় পড়ে গেছেন তাঁরা।
বাং সাম ফানের জেলা আধিকারিক বুনলার্ট থিনথাপথাই জানিয়েছেন, গ্রামবাসীরা যাতে উপসনা করার বিষয়ে সমস্যায় না পড়েন, তার জন্য শিগগিরই ওই মন্দিরে অন্য সাধুদের পাঠানো হবে।
জাতিসঙ্ঘ সূত্রে জানা গেছে, মেটামফেটামিন নামক ওই মাদক পাচারের জন্য থাইল্যান্ডকে করিডোর হিসেবে ব্যবহার করে পাচারকারীরা। মূলত মায়ানমার থেকে লাওস হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এই মাদক। থাইল্যান্ডের টাকায় ২০ বাট, অথাৎ ভারতীয় মুদ্রায় ৪১ টাকারও কমে এই মাদকের গুলি বেআইনিভাবে বিক্রি করা হয় সেখানে।
খবর  দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news