ইউক্রেনের প্রতি মার্কিন জনসমর্থন কমে আসছে: জরিপ

ইউক্রেন যুদ্ধকে মার্কিন জনগণ আর আগের মতো কোনোভাবেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে না। যার অর্থ হচ্ছে ইউক্রেনের প্রতি আমেরিকার জনগণের সমর্থন কমে আসছে।

নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা যাচ্ছে- ইউক্রেন ইস্যু এখন মার্কিন পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকারের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে। তার চেয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু চুক্তিকে রিপাবলিকান ভোটাররা বরং অনেক বেশি গুরুত্ব দিচ্ছে।
সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে- রাশিয়ার সঙ্গে সঠিক কূটনৈতিক উদ্যোগ গ্রহণের ব্যাপারে মার্কিন জনগণের দাবি বাড়ছে। পাশাপাশি ইউক্রেন সংঘাতে আমেরিকার ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে।
ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে আমেরিকা এ পর্যন্ত চার হাজার কোটি ডলারের সামরিক ও আর্থিক সহায়তা দিয়েছে। মার্কিন প্রশাসন আরো চার হাজার কোটি ডলারের সহায়তা দেয়ার কথা বিবেচনা করছে। এই বিপুল পরিমাণে সামরিক সহায়তা পেলে ইউক্রেন কয়েক বছর ধরে যুদ্ধ চালাতে সক্ষম হবে।
ক্ষমতাসীন ডেমোক্রেটিক দল এই সামরিক সহায়তা দেয়ার বিষয়টি দ্রুততর করার চেষ্টা করছে কারণ জানুয়ারি মাসের প্রথম দিকে বিরোধী রিপাবলিকান দল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেবে। তখন বাইডেন প্রশাসনের পক্ষে ইচ্ছে মতো ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া সম্ভব হবে না। রিপাবলিকান দল এরইমধ্যে বলেছে যে, তারা ইউক্রেনকে সামরিক সহায়তার ক্ষেত্রে ‘ব্ল্যাংক চেক’ দেবে না।
গত ৮ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে চলে গেছে
। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news