শত্রুরা ‘কলঙ্কজনক ভুল হিসাব-নিকাশ’ করেছে: প্রেসিডেন্ট রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, একজন কুর্দি নারীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানে দাঙ্গা ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে শত্রুরা ‘কলঙ্কজনক ভুল হিসাব-নিকাশ’ করেছে। ইরানি জনগণ দেশে নিরাপত্তাহীনতা ও নৈরাজ্য ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে।

তিনি বৃহস্পতিবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানান্দাজ সফরে গিয়ে এক বক্তৃতায় এ মন্তব্য করেন। গত ১৬ সেপ্টেম্বর মহিলা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ২২ বছর বয়সি কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যু হলে এই সানান্দাজ শহর থেকে প্রথম সহিংসতা শুরু হয়।

মাথায় হিজাব না পরার কারণে মাহসাকে আটক করে থানায় আনার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তিনদিন পর হাসপাতালে তার মৃত্যু হয়। পোস্টমর্টেম রিপোর্টে তার ওপর কথিত নির্যাতনের অভিযোগ নাকচ করে দেয়া হলেও দাঙ্গাবাজ ও তাদের উস্কানিদাতারা তাদের কথিত আন্দোলন চালিয়ে যায়। সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করার পাশাপাশি তারা বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালায়।

প্রেসিডেন্ট রায়িসি সানান্দাজ শহরের জনসভায় বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেশের বিপ্লববিরোধীরা তাদের রাষ্ট্রদ্রোহী তৎপরতায় মারাত্মক ভুল হিসাব-নিকাশ করেছে এবং রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে নতুন করে তাদের আরো অনেক অপরাধ যুক্ত হয়েছে। তিনি বলেন, তারা ভেবেছিল নৈরাজ্য, নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে তারা তাদের অশুভ লক্ষ্য চারিতার্থ করতে পারবে। কিন্তু তারা একথা বুঝতে পারেনি যে, কুর্দিস্তানের হাজার হাজার মানুষ ইসলামি বিপ্লব রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধে শহীদদের কথা স্মরণ করে তিনি একথা বলেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, কিছু দাঙ্গাবাজ দেশে সহিংসতা সৃষ্টির চেষ্টা করলেও লাখ লাখ মানুষ তাদের সহিংস আচরণ প্রত্যাখ্যান করেছে। ইরানের তরুণ সমাজ কখনও তাদের দেশকে নৈরাজ্য সৃষ্টিকারীদের হাতে তুলে দেবে না বলেও তিনি মন্তব্য করেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news