প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা কতটা নিরাপদ? গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা

  অ্যান্ড্রয়েড ব্যহারকারীরা প্রয়োজনে নানান সময়ে নানান অ্যাপ ডাউনলোড করেন গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে। অনেক সময়েই অনেক অ্যাপ (App), ব্যবহারকারীদের ফোনের তথ্য সুরক্ষার বিষয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। অ্যাপের মাধ্যমেই বহু গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যায়। কারণ, কোনও অ্যাপ ইনস্টল করার পর ব্যবহারকারীর কাছে কিছু অ্যাকসেসের অনুমতি চাওয়া হয়। অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীরা না বুঝে সেই অ্যাকসেস দিয়ে দেন, যা ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে।

তাই এই বিপদ দূর করতেই আরও সক্রিয় হচ্ছে গুগল। এবার থেকে প্লে-স্টোরে কোনও অ্যাপ ডাউনলোড করার সময় সেই অ্যাপ, ব্যবহারকারীদের থেকে কী কী তথ্য সংগ্রহ করে থাকে তা জানতে পারবেন ব্যবহারকারী। এই নতুন নিয়ম গুগলের নতুন পলিসি ‘ডেটা সেফটি’ (Data Safety)-র মধ্যে আনা হবে।

গুগল জানিয়েছে, এবার থেকে অ্যাপ ডেভলপারদের জানাতে হবে যে, তারা ব্যবহারকারীদের কাছ থেকে কী কী তথ্য চাইছে। এবং সেই তথ্য তারা কীভাবে সংগ্রহ করছে ও কীভাবে সেইসব তথ্য সুরক্ষা করছে তা বিশদে জানাতে হবে। গুগল ব্রাউজার ও প্লে স্টোর দুই ক্ষেত্রেই এই নতুন পলিসি কার্যকর হবে জানিয়েছে গুগল।

অ্যাপ ডেভলপারদের কী কী তথ্য দিতে হবে? (Google Play Store)
অ্যাপ ডেভলপারদের জানাতে হবে, কেন তারা এইসব তথ্য সংগ্রহ করছে।
ব্যবহারকারীরা প্রয়োজনে তথ্য মুছে ফেলতে পারবেন কিনা।
এইসব তথ্য তৃতীয় কোন ব্যক্তির সঙ্গে ডেভলপাররা শেয়ার করছে কিনা তাও জানাতে হবে।
এমনকি অ্যাপ ডেভলপাররা বিশ্বব্যাপী নিরাপত্তা মানদণ্ডের বিচারে নিজেদের অ্যাপ যাচাই করছে কিনা তাও জানাতে হবে।
পাশাপাশি, অ্যাপ ডেভলপাররা ফ্যামিলি পলিসি অনুসরণ করছে কিনা তাও জানাতে হবে।খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে

news