কিয়েভ দখল করতে আসছে রুশ চতুরঙ্গ বাহিনী, চূড়ান্ত যুদ্ধের জন্য তৈরি ২ লক্ষ সেনা!

 শক্তিশালি রুশ ফৌজকে রুখে দিয়েছে ইউক্রেন। হানাদার বাহিনীর দখলে থাকা বেশ কিছু এলাকাও পুনরোদ্ধার করেছে তারা। কিন্তু ‘জেনারেল উইন্টার’-এর দাপটে এবার বেশ কিছুটা বেকায়দায় পড়েছে জেলেনস্কি বাহিনী। প্রবল শীতে যুদ্ধ করতে হচ্ছে তাদের। এহেন পরিস্থিতিতে কিয়েভ দখলে আসছে রুশ চতুরঙ্গ বাহিনী বলে দাবি করেছেন ইউক্রেনের সেনাপ্রধান।

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ ফৌজ। তারপর থেকেই ভয়াবহ যুদ্ধ চলছে দু’পক্ষের মধ্যে। ক্রিসমাস উপলক্ষেও কোনও যুদ্ধবিরতি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া। এহেন পরিস্থিতিতে শুক্রবার ইউক্রেনের (Ukraine) তরফে দাবি করা হয়েছে, শীতের মধ্যেই কিয়েভ দখলের লক্ষ্যে নতুন প্রস্তুতি শুরু করেছে রুশ ফৌজ। সেই বাহিনীতে রয়েছে বাছাই করা বেশ কিছু গোলন্দাজ, ট্যাঙ্ক ও সাঁজোয়া ব্যাটালিয়ন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইকোনমিস্ট’-কে ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, “২০২৩ সালের গোড়াতেই কিয়েভ দখল করতে প্রস্তুতি শুরু করেছে প্রায় ২ লক্ষ রুশ সেনা। আগামী ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার বর্ষপূর্তি। তার আগেই রাজধানীর দখল নিতে চায় তারা।”


এদিকে, রাজধানী কিয়েভ, দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর জাপরজাই, দক্ষিণের বন্দর শহর খেরসন-সহ ইউক্রেনের বেশ কিছু অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। পালটা দিচ্ছে ইউক্রেনের ফৌজও। কয়েকদিন আগেই কিয়েভের আকাশে ১৩টি রুশ ড্রোন গুলি করে নামায় জেলেনস্কি বাহিনী।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধে রাশিয়ার (Russia) অন্যতম অস্ত্র হচ্ছে শীত। এখন কিয়েভে তাপমাত্রা শূন্যের নিচে। ফলে ঘর গরম রাখতে ও জলের পাইপগুলিকে সচল রাখতে বিদ্যুতের প্রয়োজন। সেই দুর্বল জায়গাতেই আঘাত করছে রাশিয়া। এভাবে জনতার মনোবল ভাঙতে চাইছে পুতিন বাহিনী। শুধু তাই নয়, ঠান্ডায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার একটি পরিকল্পনাও করছে রুশ সেনা। নতুন করে সামরিক অভিযান নিয়ে জেলেনস্কিদের সতর্ক করে অনেকেই বলছে, ঠান্ডার জেরেই নেপোলিয়নকে রাশিয়ার সঙ্গে লড়াই হারতে হয়েছিল। একইভাবে ‘জেনারেল উইন্টার’-এর দাপটে বিপর্যস্ত হয়েছিল নাৎসি বাহিনী। তাই শীতের মরশুমে অনেক বেশি সতর্ক থাকতে হবে।
খবর পার্সটুডে/এনবিএস/ ২০২২/একে

news