নিজেদের মধ্যে সহযোগিতার মাধ্যমে আমেরিকার চাপ ব্যর্থ করে দেয়া সম্ভব

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বন্ধুভাবাপন্ন দেশগুলোর মধ্যে সহযোগিতা বিস্তার বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর ওপর মার্কিন-নেতৃত্বাধীন চাপ ব্যর্থ করে দিতে পারে। তিনি গতকাল (রোববার) তেহরান সফররত নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেনিস কোলিনড্রেসের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার পশ্চিমা নীতির তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে ‘নয়া পরিকল্পনা’ প্রণয়ন করেছিল তা ওয়াশিংটনের ভুল হিসাবনিকাশের কারণেই ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইরান ও নিকারাগুয়ার মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে এই দুই দেশের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা রয়েছে।

আমেরিকার শত্রুতা ও চাপের মোকাবিলা করাকে ইরান ও নিকারাগুয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী হওয়ার যৌথ উপাদান বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে তার দেশের সহযোগিতা শক্তিশালী করার বহু ক্ষেত্র রয়েছে।

সাক্ষাতে নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন চাপ ও নিষেধাজ্ঞার মোকাবিলায় ইরানের প্রতিরোধের ভুয়সী প্রশংসা করেন এবং তেহরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে মানাগুয়ার গভীর আগ্রহের কথা জানান।
খবর পার্সটুডে/ ২০২২/এনবিএস/ একে 

news