আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে ইরান কারো অনুমতি নেবে না: মুখপাত্র

ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে সহযোগিতা করছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি এ অভিযোগকে ‘ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রচারণা যুদ্ধের অংশ’ হিসেবে বর্ণনা করেছেন।

কানয়ানি গতকাল (রোববার) তেহরানে এক বিবৃতিতে আরো বলেন, আন্তর্জাতিক আইন মেনে প্রচলিত পন্থায় রাশিয়ার সঙ্গে ইরানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা চলছে। অথচ মার্কিন কর্মকর্তারা ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে এই বৈধ সহযোগিতাকে প্রশ্নবিদ্ধ করতে চান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নিয়ে আমেরিকা ইরানের বিরুদ্ধে যে প্রচারণার ধুম্রজাল সৃষ্টি করছে তার বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। এসব উদ্দেশ্যের কয়েকটি হচ্ছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর রাজনৈতিক চাপপ্রয়োগ করা, ইরান-ভীতি ছড়িয়ে দেয়া এবং আমেরিকার যুদ্ধংদেহী মনোভাবকে ঢেকে রাখা।

কানয়ানি আরো বলেন, আমরা বহুবার বলেছি, ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে প্রচলিত পন্থায় সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বিরাজ করছে এবং এই সহযোগিতায় তৃতীয় কোনো দেশ ক্ষতিগ্রস্ত হবে না। তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, ইরান তার জাতীয় স্বার্থকে সামনে রেখে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এবং এক্ষেত্রে তেহরান কারো কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করে না।
খবর পার্সটুডে/ ২০২২/এনবিএস/ একে 

news