পাক-তালিবান সংঘর্ষ চরমে, পাকিস্তানের থানা দখল করে রেখেছে জঙ্গিরা, সীমান্তে চলছে গোলাবর্ষণ

পাক সীমান্তে গোলাবর্ষণ করেই চলেছে তালিবান জঙ্গিরা। এদিকে ২৪ ঘণ্টার বেশি সময় কেটে গেছে, পাক থানার দখল ছাড়েনি তালিবান বাহিনী। রবিবার তালিব জঙ্গিরা পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের একটি থানা দখল করে নেয়। ভিতরে যাঁরা ছিলেন, তাঁদের বন্দি বানিয়েছে তালিব জঙ্গিরা।

তালিবানের (Taliban) সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যেতেই অশান্তির আঁচ পাকিস্তানে। আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার-পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর লাগাতার হামলা চলছে। পাকিস্তানের পুলিশ সূত্রে জানা গেছে, টিটিপি-র জঙ্গিরা খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ক্যান্টনমেন্টের একটি থানা দখল করে নেয়। বন্দি বানানো হয় থানার পুলিশকর্মীদের। জানা গেছে, সন্ত্রাস দমন শাখার নিরাপত্তারক্ষীদের আটকে রাখা হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, গত সপ্তাহে বালুচিস্তানের চমন সীমান্তে দু’দফায় হামলা চালিয়েছে আফগান বাহিনী। হামলায় কামান এবং ভারী মর্টার ছুড়েছে তারা। ৭ জন সাধারণ পাক নাগরিক নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ৩০। সীমান্তে সংঘর্ষের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে সোমবার ইসলামাবাদের আফগান রাষ্ট্রদূতকে তলব করে পাক বিদেশমন্ত্রক। পাক সীমান্তে গোলাবর্ষণ বন্ধ করার কথা বলা হয় আফগান রাষ্ট্রদূতকে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে 

news