মিলিটারি অপারেশন জোন’ পরিদর্শন করলেন রুশ প্রেসিডেন্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পেশাল মিলিটারি অপারেশন জোন পরিদর্শন করেছেন। রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, গত শুক্রবার প্রেসিডেন্ট এ পরিদর্শনে যান।

রাশিয়ার সাবেক জেনারেল এবং বর্তমান এমপি আন্দ্রে গুরুলেভ এ নিয়ে একটি বক্তব্য দেয়ার পর ক্রেমলিনের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হলো। গুরুলেভ দাবি করেন, প্রেসিডেন্ট পুতিন আর্মি জয়েন্ট হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় ব্যক্তিগতভাবে প্রত্যেক কমান্ডারের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ইউক্রেনের সাবেক অঞ্চলগুলোতে এই জয়েন্ট হেডকোয়ার্টার্স অবস্থিত।

গুরুলেভ বলেন, প্রেসিডেন্ট পুতিনের এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে এ কারণে যে, তিনি ব্যক্তিগতভাবে প্রতিটি কমান্ডারের সঙ্গে কথা বলার মধ্যদিয়ে যুদ্ধের বর্তমান পরিস্থিতি জানতে পেরেছেন এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে তাও তিনি বুঝতে পেরেছেন।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল রাশিয়ার একটি পত্রিকাকে প্রেসিডেন্ট পুতিনের সফরের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ক্রেমলিনের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন জয়েন্ট হেডকোয়ার্টার্সে পুরো একটি দিন অতিবাহিত করেছেন। এ সময় তিনি যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য নিয়েছেন এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে প্রেসিডেন্ট পুতিনের অপারেশন জোন পরিদর্শনের কথা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ছিলেন।
খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে
 

news