বম্ব সাইক্লোনে তছনছ আমেরিকা! রাস্তা বন্ধ, কারেন্ট নেই, মাইনাস ৪৮ ডিগ্রি ঠান্ডায় কামড় বসছে শরীরে

 তীব্র শীতে জবুথবু আমেরিকা (America)। ইতিমধ্যেই বড় এলাকা তুষারঝড় ‘বম্ব সাইক্লোন’-এর (Bomb Cyclone) প্রভাবে ছিন্নভিন্ন হয়ে গেছে। ১৫ লক্ষ বাড়িতে চলে যায় বিদ্যুৎ সংযোগ। কিছু বাড়িতে কারেন্ট এলেও এখনও অন্ধকারে ডুবে রয়েছে আমেরিকার একাংশ। রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বরফে। বাতিল হয়েছে কয়েক হাজার বিমানও। তাপমাত্রা নেমেছে সর্বনিম্ন মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (Biting cold)!

এই পরিস্থিতিতে আমেরিকাবাসী ভাবে পাচ্ছেন না, এই শীতের মরসুমের বাকি ক’টা দিন কীভাবে কাটাবেন! আমেরিকার আবহাওয়া দফতর ‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ জানিয়েছে, আমেরিকার বিভিন্ন এলাকায় যে তীব্র ঠান্ডা পড়বে, তার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। ২৪ কোটি মানুষকে আবহাওয়ার চরম পরিবর্তন সম্পর্কে সতর্ক করা হয়েছিল আগেভাগেই। ডাকোটা, ওকলাহোমা, আইওয়া, মিনিয়াপোলিস, শিকাগো, মিশিগান-সহ আরও বেশ কিছু এলাকার মানুষকে ঘর থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে ফের।

শুক্রবার আমেরিকার নানা জায়গায় তীব্র বেগে আছড়ে পড়ে বরফশীতল হাওয়া। আবহবিদরা একে ‘বম্ব সাইক্লোন’ বলছেন। মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, গত মঙ্গলবার থেকে প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম দিক থেকে এই তুষারঝড় (Bomb Cyclone) শুরু হয়। ক্রমশ এই ঝড় এগিয়েছে পূর্ব দিকে। চলতি সপ্তাহেই আমেরিকার উত্তরদিকের হ্রদগুলি পুরোপুরি জমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

বড়দিন উপলক্ষ্যে আমেরিকা ও কানাডায় এই সময় শীতকালীন ছুটির মরসুম। বড়দিনের সেলিব্রেশনের তোড়জোড় চলছে নানা জায়গায়। এর মধ্যেই বম্ব সাইক্লোনে সবকিছু ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। প্রায় দু’ ফুটের উপর বরফ জমে রয়েছে বিভিন্ন জায়গায়। তা ছাড়া শীতল থেকে শীতলতর হাওয়ার পূর্বাভাস বোস্টন, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক ইত্যাদি বিভিন্ন এলাকায়। গাছপালা, রাস্তা, রাস্তার পাশে দাঁড়ানো গাড়ি— সবই সাদা বরফে ঢাকা। পাল্লা দিয়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ।  

হাওয়া অফিসের সতর্কতা, তাপমাত্রা আরও নীচে নামবে। ঠান্ডায় তীব্র সমস্যায় পড়েছেন মানুষজন। ফ্রস্টবাইটের আতঙ্ক দেখা দিয়েছে। এই সুপার সাইক্লোন বোমের মতোই আছড়ে পড়ে, তাই এই নাম। বম্ব সাইক্লোনের কারণে প্রতি বছরই এই সময়টাতে ভোগান্তি বাড়ে। উপকূলবর্তী অঞ্চলে ৫০ থেকে ৮০ মাইল প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া দেয়। সঙ্গে চলে তুষারপাত। পরিস্থিতি মোকাবিলায় তাই এখন থেকেই ব্য়বস্থা নেওয়া শুরু করেছে প্রশাসন।


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে
 

news