প্রয়াত প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট, ৯৫ বছর বয়সে ভ্যাটিক্যানেই শেষ নিশ্বাস ত্যাগ

 ৯৫ বছর বয়সে মারা গেলেন ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট (Pope Benedict XVI)। আজ, শনিবার সকালে, ভ্যাটিক্যানের বাসভবনেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুসংবাদ জানানো হয় ভ্যাটিকান কর্তৃপক্ষের তরফেই। 
প্রায় ১০ বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ষোড়শ বেনেডিক্ট। গত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল। 
ষোড়শ বেনেডিক্টের আসল নাম ছিল জোসেফ রেটজিঙ্গার। ১৯২৭ সালের ১৬ এপ্রিল জার্মানিতে জন্মগ্রহণ করেন তিনি। এর পরে ২০০৫ সালে, তাঁর ৭৮ বছর বয়সে ভ্যাটিকানের পোপ হিসেবে নির্বাচিত হন। আট বছর ভ্যাটিকানের পোপের পদে ছিলেন ষোড়শ বেনেডিক্ট। কিন্তু ২০১৩ সালে তিনি পদত্যাগ করেন। 
তার পর থেকে ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে থাকতেন তিনি। অসুস্থ হয়ে পড়ার পর থেকে বিশেষ বাইরেও বেরোতেন না। বর্তমান পোপ ফ্রান্সিস মাঝেমধ্যেই তাঁর সঙ্গে দেখা করতে যেতেন। বয়সজনিত কারণেই শেষমেষ চলে গেলেন তিনি।

 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/কে

news