করোনায় জানুয়ারিতেই প্রতিদিন চিনে মৃত্যু ২৫ হাজার ছাড়াবে, সতর্কতা ভাইরাস বিশেষজ্ঞদের


চিনে (China) করোনা আরও তাণ্ডব করবে, এমনটাই মনে করছেন ব্রিটেনের ভাইরাস বিশেষজ্ঞরা। গাণিতিক হিসেব কষে তাঁরা দেখিয়েছেন, আগামী জানুয়ারি মাসে সে দেশের অন্তত ২৫ হাজার মানুষ কোভিডে (Covid) আক্রান্ত হয়ে প্রতি দিন মারা যাবেন।
করোনা সংক্রমণ কমতে থাকায় গোটা বিশ্ব যখন তার স্বাভাবিক ছন্দে ফিরছিল, তখন চিনের করোনা ফের একবার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই ওমিক্রনের দুই সাব-ভ্যারিয়ান্ট BF.7 এবং BA.5.1.7 ছড়িয়ে পড়েছে চিনে। এই দুই উপপ্রজাতিই বারংবার জিনের গঠন বদলে আরও কিছু প্রজাতি তৈরি করছে। ফলে সংক্রমণ বেড়েই চলেছে। এদিকে করোনার তথ্য সুকৌশলে গোপন করে যাচ্ছে চিনা সরকার। বেজিং ঘোষণা করেছে, কোভিডে আক্রান্তদের সংখ্যা প্রকাশ করা হবে না।
ব্রিটেনের ভাইরাস বিশেষজ্ঞদের মত, প্রতিদিনই করোনায় চিনে ৯ হাজারের বেশি আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। গত সপ্তাহে সংখ্যাটা ৫ হাজারের কাছাকাছি ছিল। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন ঘোষণা করেছে, কোভিড-সংক্রমণ সংখ্যার মতো কোনও তথ্য তারা আর প্রকাশ করা হবে না। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য চিনের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’-এর তরফে জানানো হবে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত তাও জানানো হয়নি। এদিকে শহরের হাসপাতালের আইসিইউ উপচে যাচ্ছে রোগীতে। শেষকৃত্যের স্থানে মৃতদেহ নিয়ে পরিজনদের লম্বা লাইন।
ধারালো অস্ত্র নিয়ে পথ আগলে দাঁড়াল ছেলে, কিছু বুঝে ওঠার আগেই ছিন্নভিন্ন হয়ে গেলেন মা 
চিনের ‘সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ জানিয়েছে, উপসর্গহীন রোগীর সংখ্যা বেশি। তাই অনেককেই চিহ্নিত করা যাচ্ছে না। দেশের কোভিড পরিস্থিতি সম্পর্কে খবর সরকার যতই চাপার চেষ্টা করুক না কেন, বাস্তব পরিস্থিতি প্রকাশ্যে এসে যাচ্ছেই। এমনও জানা যাচ্ছে, মর্গে দেহ রাখার জায়গা পর্যন্ত নেই। বিশেষজ্ঞদের আশঙ্কা, ১০ লক্ষ থেকে ২০ লক্ষ মানুষ প্রাণ হারাতে পারেন নতুন বছরে।

 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/কে

news