করোনার থাবা থেকে বেঁচে গেছে এই দুই দেশ, সংক্রমণ নাকি একেবারেই শূন্য

করোনা (Covid) থেকে বেঁচে গেছে কিমের দেশ! উত্তর কোরিয়ায় নাকি সংক্রমণ থাবা বসাতেই পারেনি। তুর্কমেনিস্তানেও তাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এই দুই দেশ সরকারিভাবে করোনা সংক্রমণের খবর সামনে আনেনি। বস্তুত, কেউ আক্রান্ত হয়েছে কিনা, সে ব্যাপারেও কিছু জানায়নি।
বলা হচ্ছে এখনও অবধি করোনা প্রবেশ করেনি উত্তর কোরিয়া ও তুর্কমেনিস্তানে। এই দুই দেশের রাজনৈতিক ও কূটনীতিক পরিস্থিতির কথা মাথায় রেখে, তারা কী ভাবে করোনা দূরে রেখেছে সেটা আন্দাজ করা খুব কঠিন নয়।
তবে হু এ কথাও বলছে, সত্যিই করোনা (Covid) একেবারেই হানা দেয়নি এটা কতটা সত্যি তা নিয়ে সংশয় আছে। উত্তর কোরিয়ার দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। সেদেশের ‘সুপ্রিম লিডার’ কিম জং উন ঘোষণা করেছেন, তাঁদের দেশ নাকি কোভিড শূন্য। কিন্তু উত্তর কোরিয়া যে সমস্ত খবর চেপে যেতে সিদ্ধহস্ত, তা বলাই বাহুল্য। চলতি বছর জুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে রিপোর্ট দেয় উত্তর কোরিয়া। তাতে জানানো হয় যে, ৩০ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। একটিও পজিটিভ আসেনি।
তুর্কমেনিস্তানও দাবি করেছে যে তাদের দেশে কোনও করোনা সংক্রমণের ঘটনা নেই। সেখানকার প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভের দাবি, এ দেশেও নাকি একজনেরও করোনা ধরা পড়েনি। সেদেশের সমাজকর্মীরা অন্য কথা বলছেন। তাঁদের দাবি, তুর্কমেনিস্তানের সরকার খবর চেপে যাচ্ছে। হাসপাতাল, স্বাস্থ্যকর্মীদের চাপ দিচ্ছে প্রশাসন। বাস্তবে করোনার তৃতীয় ঢেউয়ে নাকি সংক্রমণ তুঙ্গে উঠেছিল। যদিও তার কোনও প্রমাণ মেলেনি।

 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/কে

news