খৈয়াম স্যাটেলাইট অত্যন্ত উন্নত মানের ছবি পাঠাচ্ছে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, ইরানের খৈয়াম স্যাটেলাইট থেকে প্রাপ্ত নানা ছবি দেশের বিভিন্ন খাতের এ সংক্রান্ত চাহিদার অনেকটাই মেটাতে সক্ষম। বর্তমানে এই স্যাটেলাইট অত্যন্ত মানসম্পন্ন ছবি পাঠাচ্ছে।

তিনি আরও বলেছেন- কৃষি, পরিবেশ-প্রকৃতি, পানি সম্পদ, খনিজ সম্পদ, সীমান্ত ও আকস্মিক দুর্যোগ বিষয়ক নানা তথ্য ও ছবি এই স্যাটেলাইট থেকে সংগ্রহ করা যাবে। এরিমধ্যে খৈয়াম স্যাটেলাইট থেকে ইরানের বিভিন্ন আকর্ষণীয় স্থানের ছবি পাওয়া গেছে এবং এসব ছবির মান অত্যন্ত ভালো।

ইরানের বিভিন্ন আকর্ষণীয় স্থানের স্যাটেলাইট ছবি সবার জন্য প্রকাশ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

গত ৯ আগস্ট কাজাখস্তানের মহাকাশ কেন্দ্র থেকে ইরানের খৈয়াম স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়।  ঐ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর ইরান সরকার বলেছে, তারা রাশিয়ার সহযোগিতায় খৈয়াম স্যাটেলাইটের আরও তিনটি ভার্সন তৈরি করবে। নতুন ভার্সনগুলোর নাম হবে 'খৈয়াম-২', 'খৈয়াম-৩' এবং 'খৈয়াম-৪'।
খরব পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news