সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা; ২ সেনা নিহত

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর আগ্রাসন চালিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ (সোমবার) সকালে ইহুদিবাদী সেনারা দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার আশপাশে এই আগ্রাস অঞ্চল চালায়। 

ইহুদিবাদী বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার দুই সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। 
ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়ার ওপর হামলা চালায় এবং বেশিরভাগ হামলা চালায় তারা লেবাননের আকাশসীমা ব্যবহার করে কিংবা অধিকৃত ভূমি থেকে। ডিসেম্বর মাসেও ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানীর ওপর একই ধরনের হামলা চালিয়েছিল তবে সে সময়ও সিরিয়ার সামরিক বাহিনী বেশিভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়।
ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যে সিরিয়ার ওপর এভাবে হামলা চালালেও এ নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য করে না তারা। অনেক বিশেষজ্ঞ মনে করেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েসের বিরুদ্ধে বাশার আসাদ সরকারের বিজয় অর্জনের প্রেক্ষাপটে মারাত্মক রকমের অস্বস্তি ও ভীতির মধ্যে পড়েছে ইসরাইল।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news