ট্রাম্পের বিচার করার অর্থ হবে ‘মানবতার সেবা’ করা: মুখপাত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশের সন্ত্রাস-বিরোধী শীর্ষ কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার নিশ্চিত করার অর্থ হবে ‘মানবতার সেবা’ করা।

সন্ত্রাসী মার্কিন বাহিনীর ড্রোন হামলায় জেনারেল সোলাইমানি ও তার সঙ্গীদের হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকী উপলক্ষে তিনি এ মন্তব্য করেছেন।

কানয়ানি সোমবার ধারাবাহিক টুইটার বার্তা প্রকাশ করে বলেছেন, আমেরিকা নিজের স্বার্থে মধ্যপ্রাচ্যের মানচিত্রে যে পরিবর্তন আনতে চেয়েছিল তা সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছেন জেনারেল সোলাইমানি। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার করা হবে প্রকারান্তরে মানবতার সেবা করা। তিনি এ হত্যাকাণ্ডকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গডফাদারের’ পক্ষ থেকে একটি ‘জঘন্য কর্ম’ বলে মন্তব্য করেন।

ইরানের এই মুখপাত্র বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষ জেনারেল সোলাইমানির হত্যাণ্ডের আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং এই অক্ষ সন্ত্রাস-বিরোধী বীর জেনারেল সোলাইমানির হত্যাকারীদের শাস্তি দিতে বদ্ধপরিকর।

২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন সন্ত্রাসী বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সুলামানিকে শহীদ করে।ওই হামলায় তার সঙ্গে আরও শহীদ হন ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিস। ওই হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়কার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ যেসব সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের তালিকা ইরানের হাতে রয়েছে।
খবর পার্স টুডে/এনবিএস/২০২৩/একে

news