আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরাইলের উগ্র মন্ত্রীর প্রবেশ; ফিলিস্তিনজুড়ে ব্যাপক ক্ষোভ

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ কম্পাউন্ডে এক ইসরাইলি মন্ত্রীর প্রবেশের ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই পদক্ষেপকে মসজিদের জন্য অবমাননা হিসেবে গণ্য করা হচ্ছে। 

আজ মঙ্গলবার দখলদার ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করেন। তার এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের প্রতি নজিরবিহীন উসকানি হিসেবে দেখা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইলি মন্ত্রীকে মসজিদ কম্পাউন্ড পরিদর্শন করতে দেখা যায়।

বেন গাভির দীর্ঘদিন ধরে বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে মুসলমানদের পবিত্র স্থানগুলোতে ইহুদিদের প্রবেশের ওপর জোর দিয়ে আসছেন। বেন গাভিরের এমন পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড। তিনি বলেছেন, বেন গাভিরের এমন সফর নতুন করে সহিংসতার জন্ম দেবে।

সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহু তৃতীয়বারের মতো ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি ইসরাইলের ৭৪ বছরের দখলদারির ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী সরকারের নেতৃত্ব দিচ্ছেন।

তিনিই উগ্রপন্থী ইতামার বেন গাভিরকে নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
খবর পার্স টুডে/এনবিএস/২০২৩/একে

news