গ্রামে গিয়ে থাকলেই মিলবে সাড়ে ৬ লক্ষ টাকা! কেন এমন অভিনব উদ্যোগ এই দেশের সরকারের


গ্রাম ছেড়ে ক্রমশই শহরে এসে ভিড় করছেন মানুষজন। ফলে গ্রামগুলির জনসংখ্যা অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতে এবার গ্রামে গিয়ে থাকার জন্য পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে জাপান সরকার (Japan)। সেই ঘোষণা অনুযায়ী, টোকিও (Tokyo) থেকে গ্রামে গিয়ে থাকার জন্য সন্তানপিছু ১ মিলিয়ন ইয়েন, অর্থাৎ ভারতীয় টাকায় ৬ লক্ষ ৩৪ হাজার ৪৬২ টাকা করে দেওয়া হবে।
তবে এই প্রকল্প নতুন নয়, ২০১৯ সাল থেকেই পরিবারগুলিকে একইভাবে অর্থসাহায্য করে আসছে জাপান প্রশাসন। কোনও পরিবারে ২ জন সন্তান থাকলে সেক্ষেত্রে সর্বোচ্চ ৩ মিলিয়ন ইয়েন পর্যন্ত দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে যথাক্রমে ৭১ জন, ২৯০ জন এবং ১১৮৪ জন এই প্রকল্পের অধীনে টাকা পেয়েছে।
তবে যে কেউ চাইলেই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন না। শুধুমাত্র সেন্ট্রাল টোকিও মেট্রোপলিটন এলাকায় ন্যূনতম ৫ বছর ধরে বসবাস করছেন যাঁরা, তাঁরাই এই প্রকল্পের অধীনে টাকা পাবেন। টাকা পাওয়ার পর তাঁদের গ্রামাঞ্চলে গিয়ে অন্তত ৫ বছর থাকতে হবে। পরিবারের একজন সদস্যকে অবশ্যই চাকরি করতে হবে, অথবা ব্যবসা শুরু করার কথা ভাবতে হবে। এর অন্যথা হলে সাহায্য বাবদ পাওয়া টাকা ফেরত দিতে হবে।
নতুন ব্যবসা শুরু করলে সেক্ষেত্রে আলাদা করে অর্থসাহায্য করা হবে। অর্থসাহায্য বাবদ হওয়া খরচ দেবে কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় পুরসভা। 
প্রসঙ্গত, শহরাঞ্চলে চাকরি এবং অন্যান্য সুবিধা বেশি হওয়ায় গ্রামগুলি থেকে মানুষ স্থায়ীভাবে রাজধানী টোকিওতে এসে থাকতে শুরু করে, যার ফলে গ্রামগুলিতে দ্রুত কমতে শুরু করে জনসংখ্যা। তবে নয়া এই প্রকল্পের সুবিধা পেতে অনেকেই ফের গ্রামে গিয়ে থাকতে উৎসাহী হবে বলে মনে করছে সরকার। এর ফলে বৃহত্তর টোকিও এলাকায় জায়গা এবং অন্যান্য পরিষেবার চাপ কমবে বলে মনে করছেন আধিকারিকরা। জাপান সরকারের অনুমান, ২০২৭ সালের মধ্যে ১০ হাজার বাসিন্দা টোকিও থেকে গ্রামগুলিতে গিয়ে বসতি গড়তে শুরু করবেন।

 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে
 

news