কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় ‘টেলস্ট্রাইক’, বড় দুর্ঘটনা থেকে বাঁচল ইন্ডিগো বিমান


বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল ঢাকা-কলকাতা ইন্ডিগো বিমান। কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় বিমানের লেজে ফাটল (Tail Strike) দেখা দেয়। তবে চালকের দক্ষতায় নিরাপদেই বিমানটিকে অবতরণ করানো গেছে। যাত্রীরাও নিরাপদ ছিলেন।
ঘটনা গত ২ জানুয়ারির। বিমানবন্দর সূত্রে খবর, ন্ডিগোর ঢাকা-কলকাতা সিক্স ই-১১৪ বিমানটি অবতরণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ল্যান্ডিংয়ের সময় বিমানের পিছনের দিকে অর্থাৎ লেজের দিকে ঘষটে গিয়ে ফাটল দেখা দেয়। এই ঘটনাকে ‘টেলস্ট্রাইক’ (Tail Strike) বলা হয়। এই ধরনের ঘটনা ঘটলে বিমানের লেজে বড় ফাটল হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তবে সঙ্গে সঙ্গেই বিমানটিকে অবতরণ করানো হয়েছে।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, কী কারণে এমন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা বিমানবন্দরে রেখেই বিমানটির ক্ষতস্থান মেরামত করা হচ্ছে।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে
 

news