দশ মাসে ইরান বৈদেশিক মুদ্রা আয় করেছে ৪৩০০ কোটি ডলার

ইসলামিক প্রজাতন্ত্র ইরান গত দশ মাসে তেল ও তেলজাত বহির্ভূত পণ্য রপ্তানি করে ৪ হাজার ৩০০ কোটি ডলার আয় করেছে। সেই হিসাবে গত বছরের তুলনায় চলতি ফারসি বছরে ইরানের তেলজাত পণ্যের বাইরে রপ্তানি বেড়েছে শতকরা ১৯ ভাগ।

ইরানের কাস্টমস অফিসের দেয়া তথ্য থেকে বৈদেশিক বাণিজ্যের এই খবর পাওয়া গেছে। কাস্টমস অফিসের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের মার্চ থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত এই সময়ে ইরান ৯ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার মেট্রিক টন পণ্য রপ্তানি করেছে। 
ইরানের রপ্তানি করা পণ্যের শতকরা ২৭.৫ ভাগ কিনেছে চীন একাই। দেশটি গত ১০ মাসে ইরান থেকে ১১১৮ কোটি ৫৫ লাখ ডলারের পণ্য কিনেছে। এরপরেই রয়েছে ইরাকের অবস্থান। দেশটি একই সময়ে ইরান থেকে ৮৬৩ কোটি এক লাখ ডলারের পণ্য আমদানি করেছে। তৃতীয় অবস্থানে রয়েছে তুরস্ক, গত ১০ মাসে পণ্য কিনেছে ৬৪১ কোটি ৯০ লাখ ডলারের। সংযুক্ত আরব আমিরাত ও ভারত রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে।


খবর পার্স/টুডে এনবিএস/২০২৩/একে
 

news