আল-আকসায় ইসরাইলি মন্ত্রীর অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল ইরান

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ কম্পাউন্ডে উগ্র ডানপন্থি ইসরাইলি মন্ত্রী ইতামার বেন-গাভিরের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ওই পবিত্র স্থাপনার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে মুসলিম বিশ্ব।

মঙ্গলবার দখলদার ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করেন। তার এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের প্রতি নজিরবিহীন উসকানি হিসেবে দেখা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইলি মন্ত্রীকে মসজিদ কম্পাউন্ড পরিদর্শন করতে দেখা যায়।

এ সম্পর্কে নাসের কানয়ানি বুধবার এক বিবৃতিতে বলেন, আল-আকসা মসজিদসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের যেকোনো পবিত্র স্থাপনার অবমাননা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সারাবিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাতের শামিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরাইলের নয়া উগ্র-ডানপন্থি সরকারকে যেকোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নেয়ার ব্যাপারে সতর্ক করে দেন। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রামের ভূয়সী প্রশংসা করে বলেন, এই মুহূর্তে ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করা মুসলিম বিশ্বের সর্বোচ্চ অগ্রাধিকার। নাসের কানয়ানি ইহুদিবাদীদের কবল থেকে আল-কুদস মুক্ত করার আন্দোলনে শামিল হওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news