তেহরান সফর করছেন সিরিয় পররাষ্ট্রমন্ত্রী; সম্পর্ক আরও জোরদারের আহ্বান

ইরান সফররত সিরিয় উপ-পররাষ্ট্রমন্ত্রী আয়মান সুসান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (সোমবার) তেহরানে ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী আসগার খাজি'র সঙ্গে বৈঠক করেন।

এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। উভয় মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় ও শলাপরামর্শ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন।

ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী আসগার খাজি সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামের মতো দেশটির পুনর্গঠনেও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন ইরানি মন্ত্রী। ইরানের বিভিন্ন কোম্পানি প্রকৌশল ও কারিগরি ক্ষেত্রে সিরিয়াকে সহযোগিতা দিচ্ছে বলে জানা গেছে।

এ সময় সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইরানের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
খবর পার্সটুডে/ এনবিএস/একে ২০২৩ 

news