ইরানি সমর্থনের প্রশংসা করল লেবানন, সম্পর্ক বাড়ানোর প্রচেষ্টাকে জানিয়েছে স্বাগত

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিব তার দেশের প্রতি ইরানের সমর্থনের ব্যাপক প্রশংসা করেছেন। বৈরুত সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে এ প্রশংসা করেন তিনি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বু হাবিব বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক বিস্তার করার প্রস্তাব ও প্রচেষ্টাকে লেবানন স্বাগত জানায়। এর আগে আজ (শুক্রবার) সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈরুত সফরে পৌঁছান। এ সফরে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।

যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের কঠিন সময়েও তেহরান তার বন্ধুই থাকবে। লেবাননের জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে আমির আব্দু্লাহিয়ান বলেন, “এদেশের একটি প্রতিনিধিদল সম্প্রতি ইরান সফর করেছে। সে সময় প্রতিনিধিদলের সদস্যরা এই সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে আমরা যেকোনো ধরনের সাহায্য দিতে প্রস্তুত।” 

২০২১ সালের অক্টোবর মাসে আমির আব্দুল্লাহিয়ানের সর্বশেষ বৈরুত সফরের সময় ইরান ও লেবাননের মধ্যে একটি অর্থনৈতিক চুক্তি সই হয়েছিল, সেই চুক্তি কার্যকরভাবে সামনে এগিয়ে যাওয়ায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, উচ্চ প্রযুক্তি ক্ষমতাসম্পন্ন ইরান লেবাননের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সংস্কার ও নতুন কেন্দ্র নির্মাণ করে দিতে প্রস্তুত রয়েছে।

আমির আব্দুল্লাহিয়ান দৃঢ়তার সাথে বলেন, লেবাননের নিরাপত্তাকে ইরান নিজের ও আঞ্চলিক নিরাপত্তা বলে মনে করে। এজন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান লেবানন এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে।

লেবাননের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে না পারার ব্যর্থতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আমির আব্দুল্লাহিয়ান বলেন, “এটি সম্পূর্ণভাবে লেবাননের অভ্যন্তরীণ বিষয়। ইরান কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, তবে আমরা বিশ্বাস করি লেবাননের রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা লাভ করেছে। তারা তাদের সেই অভিজ্ঞতা দিয়ে এ বিষয়ে সুন্দর পদক্ষেপ নিতে পারবে।”

এর আগে তিনি লেবাননের সমস্ত রাজনৈতিক জোট এবং দলকে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান।

খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news