'আধা জাহানে' তুষারপাতের সৌন্দর্য

ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক নগরী ইস্পাহানকে ফার্সিতে বলা হয়ে থাকে `নেসফে জাহান' বা আধা জাহান। তারমানে ইস্পাহান দেখা হলে বিশ্বের প্রায় অর্ধেকই দেখা হয়ে যায়।


প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপত্য শিল্পের নগরী ইস্পাহানে সম্প্রতি প্রবল তুষারপাত হয়। যা শহরটিকে দিয়েছে এক বিশেষ সৌন্দর্য।


সব এলাকার বাসা-বাড়ি, পার্ক, রাস্তাঘাট, গাছপালা, ফসলি জমি তুষারে ঢেকে গেছে। শিশু-কিশোরেরা মেতে উঠেছে তুষার উৎসবে। পার্কে ও বাড়ির সামনে চলে তুষার নিয়ে নানান খেলা।


কেউ কেউ তুষার দিয়ে তৈরি করছে পুতুল। কেউ আবার নানা ধরনের ঘর ও টাওয়ার।

খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news