পরমাণু স্থাপনাগুলাতে পশ্চিমাদের অস্ত্রের মজুদ গড়ে তুলেছে ইউক্রেন: রাশিয়া

রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন সরকার পশ্চিমাদের দেয়া সমরাস্ত্রের মজুদ সংরক্ষণে দেশটির সবগুলো পরমাণু স্থাপনাকে কাজে লাগাচ্ছে। রুশ গোয়েন্দা সংস্থা এসভিআর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন তার পরমাণু স্থাপনাগুলোতে পশ্চিমা দেশগুলোর দেয়া সমরাস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছে। এর উদাহরণ হিসেবে এসভিআরের প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের শেষ সপ্তাহে ইউক্রেন সরকার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভন পরমাণু স্থাপনায় অস্ত্র ও গোলাবারুদের কয়েকটি চালান পাঠিয়েছে। ওই স্থাপনায় আমেরিকার কাছ থেকে পাওয়া হিমার্স রকেটি লাঞ্চার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের মজুদ গড়ে তোলা হয়েছে বলে এসভিআর দাবি করেছে।

এ সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ঠিক এ কারণেই এ বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সংলাপ জরুরি। তবে এই মুহূর্তে আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

তবে এসভিআর-এর প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অন্যতম উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক। তিনি বলেছেন, ইউক্রেন কখনই তার অস্ত্রসস্ত্র পরমাণু স্থাপনাগুলোতে মজুদ করেনি। তিনি উল্টো অভিযোগ করেন, রাশিয়া বরং ইউক্রেনের জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনা দখল করে সেখানে সেনা মোতায়েন করে রেখেছে। পোদোলিয়াক বলেন, বিষয়টি যাচাই করার জন্য আইএইএ’কে সব রকম সহযোগিতা করতে কিয়েভ প্রস্তুত রয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে

news