শত্রুর হৃৎপিণ্ডের গভীরে ঢুকে যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের: জেনারেল সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুর হৃৎপিণ্ডের গভীরে প্রবেশ করার ক্ষমতা রয়েছে আমাদের, এ পর্যন্ত সব হুমকি মোকাবেলা করেই আমরা এগিয়েছি। শত্রুর হুমকিতে আমরা উদ্বিগ্ন নই।
ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ডিজিটাল কন্টেন্ট তৈরি বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি আজ (বুধবার) এ কথা বলেন।
তিনি ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমানে ভার্চুয়াল জগতে যুদ্ধ চলছে। জেনারেল সালামি আরও বলেন, "ইতিহাসের কিছু মুহূর্ত চিরস্থায়ী হয়। আজ ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। এদিনে ইমাম খোমেনী (রহ.) ১৫ বছর পর স্বদেশে ফিরে আসেন এবং গৌরবময় বিপ্লবকে বিজয়ী করেন।"
তিনি বলেন, বিশেষ কৌশলগত অবস্থানের কারণে ইসলামি বিপ্লবের আগে ইরান মার্কিন আধিপত্যবাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। আমেরিকা ভাবতেও পারেনি যে ইরান হাতছাড়া হয়ে যাবে। তারা গত ৪৪ বছর ধরে আবারও ইরানে ফিরে আসার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে।
জেনারেল সালামি বলেন, যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছে। সামরিক অঙ্গন থেকে তা অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে আসা হয়েছে। শত্রুরা রাস্তায় আমাদের বিজ্ঞানীদের হত্যা করেছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আমাদের জাতিকে পঙ্গু করার চেষ্টা করেছে। কিন্তু তারা বারবারই ব্যর্থ হয়েছে।
খবর পার্সটুডে/ এনবিএস/ ২০২৩/একে

