প্রেম দিবসে যেন অঘটন না ঘটে, সাড়ে ৯ কোটি কন্ডোম বিলোচ্ছে থাই সরকার


 ভ্যালেন্টাইন্স ডে আসছে। প্রেম দিবসে শরীরী আবেগে ভেসে যাতে অঘটন না ঘটে তার জন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে থাইল্যান্ডের সরকার। যত খুশি প্রেম করো, কিন্তু অঘটনটি ঘটিও না–এটাই এখন থাই সরকারের ট্যাগ লাইন। তড়িঘড়ি তাই সাড়ে ৯ কোটি কন্ডোম (condoms) বিলি করবে সরকার। 
থাই সরকার জানিয়েছে, এর মূল উদ্দেশ্য তিনটি – নিরাপদ যৌনতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যৌনরোগ দূরে রাখা এবং অবাঞ্ছিত গর্ভাবস্থা রোধ করা। বুধবার থেকেই কন্ডোম বিতরণের কাজ শুরু হয়ে গেছে।
 থাই সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক জানিয়েছেন, চারটি সাইজে কন্ডোম পাওয়া যাবে। সমস্ত সরকারি হাসপাতাল, ওষুধের দোকান ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে কন্ডোম পাওয়া যাবে। যাঁরা বিনামূল্যে কন্ডোম নিতে চান তাঁদের, একটি বিশেষ স্মার্টফোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেখানে নিজের নাম রেজিস্ট্রি করাতে হবে। এরপর পছন্দ মতো একটি ওষুধের দোকান, কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র বেছে নিতে হবে। তারপর, সেখানে গেলেই কন্ডোম পাওয়া যাবে। আর স্মার্টফোন না থাকলে থাই নাগরিক হিসেবে যে কোনও একটি পরিচয়পত্র দেখিয়ে নির্ধারিত পরিষেবা কেন্দ্রে বিনামূল্যে কন্ডোমের জন্য নাম লেখাতে হবে।
প্রশ্ন ফাঁস আটকাতে গুজরাতে অচিরেই কঠোর আইন, সাজা হতে পারে যাবজ্জীবন কারাবাস
থাই সরকারে পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নিরাপদ যৌনতা নিয়ে সচেতনতার প্রচার চালাতেই এই পদক্ষেপ। এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ (Sexually transmitted disease) বা যৌনরোগ মানে শুধু এইচআইভি বা এইডস নয়। এই তালিকায় রয়েছে গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, সিফিলিসের মতো আরও অনেক রোগ যা অসুরক্ষিত যৌন সংসর্গ থেকে ছড়ায়। যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা না হলে এ সব সংক্রমণ মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এইডস নিয়ে যতটা সচেতনতার প্রচার হয়, এইসব যৌনরোগ নিয়ে ততটা খোলামেলা আলোচনা হয় না। অথচ সতর্কতা সবক্ষেত্রেই জরুরি। যে কোনও ধরনের এসটিডি (Sexually transmitted disease) এড়াতে হলে অসুরক্ষিত যৌন সম্পর্কে জড়ালে চলবে না। ওরাল, ভ্যাজাইনাল বা অ্যানাল, যে কোনওভাবেই যৌনরোগ ছড়াতে পারে। শারীরিক সম্পর্ক স্থাপনের সময় তাই কন্ডোম ব্যবহার করতেই হবে।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news