ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করেছে শ্রীলঙ্কা: রনিল বিক্রমাসিংহে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়ার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা হচ্ছে। শিগগির সংস্থাটি থেকে ২৯০ কোটি ডলারের ঋণ পাওয়া যাবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসে তিনি বলেন, আমরা সফলতার সঙ্গে কঠিন ধাপগুলো অতিক্রম করেছি। ফলে আশা করছি, শিগগির ঋণ অনুমোদন পাওয়া যাবে। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর এখন সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে ঋণখেলাপি হয়ে পড়েছে তারা। উচ্চ কর, ওষুধ, জ্বালানির মতো প্রয়োজনীয় পণ্য এবং দৈনিক বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছে ২ কোটি ২০ লাখ মানুষের দ্বীপটি।

বিক্রমাসিংহে আরও বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি নানা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এর মধ্যে অনেকগুলোই অজনপ্রিয় ছিল। আমি নতুন সংস্কার কর্মসূচি চালিয়ে যাব। শ্রীলঙ্কা এখন প্রধান ঋণদাতা চীন এবং জাপানের কাছ থেকে অর্থায়নের নিশ্চয়তা পাওয়ার দিকে মনোযোগী হয়েছে।

এনবিএস/ওডে/সি

news