মিয়ানমারের ৩৭ টাউনশিপে সামরিক শাসন জারি
সাগায়িং ও মাগওয়ে অঞ্চলের প্রতিরোধ যোদ্ধাদের শক্তঘাঁটিসহ ৩৭টি টাউনশিপে মিয়ানমারের সামরিক সরকার সামরিক আইন জারি করেছে। ইরাবতি সামরিক সরকার আরো ছয় মাস জরুরি অবস্থা বাড়ানোর একদিন পরই এই উদ্যোগ নেওয়া হলো। ক্ষমতা গ্রহণের দুই বছরের মাথায় এসে সামরিক সরকার প্রচণ্ড চাপের মুখে পড়েছে।
বুধবার জান্তা প্রধান মিন অং হ্লাঙ ন্যাশনাল ডিফেন্স এ্যান্ড সিকিউরিটি কাউন্সিলকে বলেছেন, দেশের ৩৩০টি টাউনশিপের মধ্যে ৬৫টির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সেখানে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে।
জান্তা সরকারের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত আটটি অঞ্চল ও রাজ্যের ৩৭টি টাউনশিপকে আঞ্চলিক কমান্ডারদের সরাসরি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে সাগায়িংয়ের ১১টি, মাগওয়ে ও বাগোর পাঁচটি করে, তানিনথেরাইয়ের দুইটি, চিনের সাতটি, কায়া রাজ্যের চারটি, কারেন রাজ্যের দু’টি এবং মন রাজ্যের একটি টাউনশিপ।
যে কোনো অপরাধের বিচার হবে সামরিক আদালতে। জান্তারা সাবধান করে দিয়ে বলেছে, এর মধ্যে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডও রয়েছে। এসব মামলায় কোনো আপিল আবেদন গ্রহণ করা হবে না। শুধু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সংশ্লি আবেদন করতে পারবেন জান্তা প্রধানের কাছে।
সামরিক সরকার ২০২১ সালে ইয়ানগুন, মান্দালয় এবং চিন রাজ্যের কিছু অংশে সামরিক শাসন জারি করেছে। এসব স্থানের প্রায় ১০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এনবিএস/ওডে/সি