কঠোর নিরাপত্তার মধ্যে হংকংয়ের সাবেক সাংসদদের বিচার শুরু  

রাষ্ট্রদোহীতার অভিযোগে হংকং সরকার দ্বীপরাষ্ট্রটির সাবেক সাংসদদের বিচার কাজ শুরু করেছে। সরকারের বিরুদ্ধে দেশটির গণতন্ত্রমনা রাজনৈতিক কর্মী যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এই বিচার কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

২০২০ সালে নিয়ম বহির্ভূতভাবে  সরকারকে অবৈধ  ঘোষণা করে জাতীয় আইন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করার  দায়ে দেশটির সরকার ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনে। আর দুই বছর পর ১৬জনের বিচার কাজ শুরু করলো কর্তৃপক্ষ। করোনা মহামারীর কারণে সেই নির্বাচন অনুষ্ঠানের পথ বাতিল করে দেয় সরকার। পরে ২০২১ সালে আবারো আন্দোলনের ডাক দেয় বিক্ষোভকারীরা। সেসময় ৩৪ জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।

আদালত ভবনের বাইরে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার ব্যাবস্থা করেছে। আল-জাজিরাকে এ বিচারের বিরুদ্ধে সেখানকার সাধারণ মানুষ জানায়, সরকার যা করছে তা অবৈধ এবং অভিযুক্তদের ন্যায় বিচার লাভে বাধা দান করছে। এমনকি সত্য বলার জন্যই তাদের আটক করা হছে। সাংবাদিক রিচার্ড কিম্বার জানান, অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিদের প্রতি জনগণের অসীম সহানুভূতি তিনি দেখেছেন।

এর আগে সরকার প্রাথমিকভাবে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে লম্বা চুলের অধিকারী কোক-হাং ,গর্ডন এনজি চিং হোং কে। যারা কিনা সবাই  প্রসিদ্ধ রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত মুখ। সাবেক সাংসদ লিয়াং আদলতকে বলেন, ‘ আমরা কোনো ফৌজদারী অপরাধ করিনি। বরং দেশের মানুষের অধিকারের জন্য লড়েছি। তাই এটিকে আমরা কেউ অপরাধ হিসেবে দেখছিনা।’ এই বিচার কাজ ৯০দিনের মধ্যে শেষ হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে। ২০২০ সালের ৩০ জুন অভিযুক্তরা তিন বছরের জন্য সাজা ভোগ করেন

এনবিএস/ওডে/সি

news